মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশিসহ নিহত অন্তত ১১

|

ছবি: সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালের একটি বহুতল ভবনের গ্যারেজে সঙ্ঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন বিদেশি শ্রমিক। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক, বাকি ৯ জন ভারতীয়। আরেক বাংলাদেশি শ্রমিক এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। চার ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সোহেল পারভেজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মালের ফায়ার সার্ভিস জানায়, ভবনটির নিচতলার একটি গ্যারেজ থেকে সূচনা হয় আগুনের। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। নিহত শ্রমিকরা সবাই ভবনটির ছাদে বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস।হতাহতদের উদ্ধারে অন্য তলায়ও চলছে অভিযান। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, মালদ্বীপে বিপুল সংখ্যক বাংলাদেশি, ভারতীয়, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক কর্মরত রয়েছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply