বেসরকারি খাতে ব্যবসার উন্নতি হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

উন্নয়নের ধারাবাহিকতায় সমাজের কেউই পিছিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বেসরকারি খাতে ব্যবসার উন্নতি হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এই খাতের ব্যবসায়ীরা সামাজিক দায়িত্বে পালন করার কারণে অর্থনীতিতে প্রভাব পড়ছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় ‘কম্বল ও শীতবস্ত্র’ প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় সরকার প্রধান জানান, টানা ১৪ বছর ক্ষমতায় থাকার জন্য দেশজুড়ে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই সরকার বেসরকারি খাতে সব কিছু উন্মুক্ত করছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply