হেলস-বাটলারে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

|

ছবি: সংগৃহীত

হেলস-বাটলারের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দুরন্ত সূচনা করেছেন এই দুই ব্যাটার।

৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫২ রান ০ উইকেটে। ক্রিজে বাটলার আছেন ১৪ বলে ২৪ রান ও হেলস ১৬ বলে ২৬ রান করে।

এর আগে, কোহলির দায়িত্বশীল ফিফটি ও শেষ দিকে পান্ডিয়ার ঝড়ো ৬৩ রানের ইনিংসে শুরুর বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহ করেছে ভারত। শুরুতে রাহুল, রোহিত ও ইনফর্মে থাকা সূর্য কুমার যাদবের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া ভারত, ভিরাট কোহলির পঞ্চাশ ও শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ে ১৬৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

৩৩ বলে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া যার মধ্যে ৫ বিশাল ছক্কা ও ৪ টি চারের মার মেরেছিলেন । ভিরাট কোহলি ৪০ বলে ৫০ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। এর আগে, লিভিংষ্টনের বলে কাভারে চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভিরাট কোহলি। চলতি আসরে ৪ টি ফিফটি করেছেন ভিরাট।

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্দান ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে পেয়েছেন মূল্যবান ৩ টি উইকেট। আদিল রশিদ ৪ ওভারে ২০ রান দিয়ে পেয়েছেন টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্য কুমার যাদবের উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply