মশা নয়, গুলশান-বনানী-বারিধারা লেকে মাছ চাষ করতে হবে: মেয়র আতিক

|

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

মশার চাষ নয়; গুলশান, বনানী ও বারিধারা লেকের পানি দূষণ বন্ধ করে সেখানে মাছ চাষ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর কুড়িল লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম আরও বলেন, লেক, খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কার করার পরেও দূষণ কমছে না। তাই দূষণরোধে নগরবাসীকে সচেতন হতে হবে। পানি দূষণের ফলে খালে মাছের চাষও করা যাচ্ছে না; সেখানে চাষ হচ্ছে মশা। তবে কুড়িল লেকের প্রাকৃতিক পরিবেশ বন্যান্য লেকে থেকে ভালো হওয়ায় সেখানে মাছ চাষ করা হচ্ছে।

এ সময় কুডিল লেকে রুই, কাতলা, কালিবাউশ, মৃগেল এই চার প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র। জানান, শুধু কুড়িল লেকে নয়; পর্যায়ক্রমে সবগুলো লেকে মাছ চাষ করা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply