ইউক্রেন যুদ্ধে ১ লক্ষ রুশ সেনা আহত ও নিহত: যুক্তরাষ্ট্র

|

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর প্রায় ১ লক্ষ রুশ সেনা আহত ও নিহত হয়েছে। এছাড়া কিয়েভ সেনারাও একই ধরনের ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন এক শীর্ষ মার্কিন জেনারেল। খবর আল জাজিরার।

বুধবার (৯ নভেম্বর) নিউয়র্কের ইকোনোমিক ক্লাবে মার্কিন জেনারেল মার্ক মিলি তার দেয়া বক্তব্যে এ তথ্য জানান। এ সময় তিনি গত ৯ মাসের যুদ্ধে দু’পক্ষের সবচেয়ে বেশি সংখ্যক হতাহতের সম্ভাব্য সংখ্যাও তুলে ধরেন।

এদিন তাকে ইউক্রেনের কূটনৈতিক সম্ভাবনার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রথম বিশ্ব যুদ্ধে আলোচনার প্রস্তাবে সাড়া না দেয়ার ফলে কয়েক লক্ষ মানুষ হতাহত হয়েছিল এবং তাদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছিল। ফলে বিশ্লেষকদের মতে, আসন্ন শীতকে সামনে রেখে যুদ্ধে আলোচনার সম্ভাবনা রয়েছে। তাই যদি কোনো আলোচনার সুযোগ আসে তবে সেটি কাজে লাগানো উচিত।

এর আগে বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহারে ঘোষণা দেয় রাশিয়া। একে ক্রেমলিনের জন্য একটি বড় ধরনের ধাক্কা বলেই মনে করা হচ্ছে এবং যুদ্ধের একটি উল্লেখযোগ্য মোড়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply