ভোক্তা অধিকার আইন হওয়ার পর গত ১৩ বছরে ব্যবসার ধরনসহ অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তাই, প্রচলিত আইন যথেষ্ট নয়। আইনের সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ভোক্তা অধিকার ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানান, খসড়া আইন ইতোমধ্যে করা হয়েছে। ভোক্তার স্বার্থ রক্ষায় কঠিন শাস্তি যুক্ত হবে আইনে। এছাড়া, ই কমার্সে ভোক্তা বিরোধী কার্যকলাপকে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।
এ সময় ভোক্তা অধিকারের নামে গড়ে ওঠা বেসরকারি ভুয়া প্রতিষ্ঠানের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এ এইচ এম সফিকুজ্জামান। সেই সাথে নিজ অধিকারের বিষয়ে ভোক্তাদের সচেতন হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
/এমএন
Leave a reply