যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: সিনেট ও নিম্নকক্ষে এগিয়ে রিপাবলিকানরা

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি

মার্কিন কংগ্রেসের উভয়পক্ষে আধিপত্য বিস্তার করেছে বিরোধী শিবির- রিপাবলিকান পার্টি। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, সিনেট ও নিম্নকক্ষে এগিয়ে দলটি।

৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮ আসন। এরইমধ্যে, ২১১টিতে জয় নিশ্চিত করেছে রিপাবলিকানরা। অন্যদিকে, ক্ষমতাসীন দল- ডেমোক্র্যাটদের ভাগ্যে জুটেছে ১৯৪টি।

এদিকে, সিনেটের ১০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৫১টি আসন। সেখানেও স্বল্প ব্যবধানে এগিয়ে লাল শিবির। তবে, তিন আসনে এখনও হয়নি নিষ্পত্তি। অ্যারিজোনা ও নেভাদায় ব্যালট গনণা চললেও; সমান সংখ্যক সমর্থন পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে জর্জিয়ার ভোটাভুটি। আগামী ৬ ডিসেম্বর ভোটগ্রহণ হবে রাজ্যটির।সুতরাং, চূড়ান্ত ফলাফল পেতে আরও চার সপ্তাহ সময় লাগবে।

প্রসঙ্গত, কংগ্রেস বিরোধীদের নিয়ন্ত্রণে থাকলে, নতুন বিল পাস এবং তহবিল গঠনে বাধাগ্রস্ত হয় মার্কিন সরকার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply