বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে ঊরুতে চোট পেয়ে কাতার বিশ্বকাপে প্রায় অনিশ্চিত ছিলেন রোমেলু লুকাকু। কিন্তু বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ গোলদাতাকে বাদ দেননি কোচ রবার্তো মার্টিনেজ। ‘সোনালি প্রজন্ম’ ধরে রাখতে লুকাকুকে নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করলো বেলজিয়াম।
এখনও পুরোপুরি ফিট নন বেলজিয়ামের নাম্বার নাইন খেলোয়াড় লুকাকু। তবে কোচ মার্টিনেজের আশা, ২৯ বছর বয়সী ফরোয়ার্ড প্রথম ম্যাচের আগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠবেন। কাতারে খেলতে নামলেই তৃতীয়বার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন এ ইন্টার মিলান ফরোয়ার্ড।
এছাড়া দলে নতুন কোনো চমক নেই বললে চলে। ডি ব্রুইনা, এডিন হ্যাজার্ড, ক্যারাস্কো, লুকাকুসহ দারুণ একঝাঁক তারকা খেলোয়াড়দের সাথে কাতার বিশ্বকাপে যাচ্ছেন মার্টিনেজের শীর্ষরা। গতবারের সেমিফাইনালিস্টরা এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বুধবার (২৩ নভেম্বর) কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে। গ্রুপ-এফ এ তাদের বাকি দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও মরক্কো।
বেলজিয়াম স্কোয়াড:
গোলরক্ষকঃ কাস্টিলস, থিবাউট কোর্তোয়া, সাইমন মিগনোলেট।
ডিফেন্ডারঃ টবি অ্যাল্ডারওয়েইরেল্ড, টিমোথি ক্যাসটেন, জেনো ডেবাস্ট, লিয়েন্ডার ডেনডনকার, ওয়াউট ফায়েস, থমাস মেউনিয়ার, আর্থার থিয়েট, জান ভার্টোনগেন।
মিডফিল্ডারঃ ইয়ানিক ক্যারাস্কো, কেভিন ডি ব্রুইন, থরগান হ্যাজার্ড, আমাদু ওনানা, ইউরি টাইলেম্যানস, হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।
ফরওয়ার্ডঃ মিচি বাতশুয়াই, চার্লস ডি কেটেলারে, জেরেমি ডকু, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, ড্রিস মের্টেন্স, লোইস ওপেন্ডা, লিয়ান্দ্রো ট্রসার্ড।
Leave a reply