মাত্র ২ কোটি টাকায় স্পেনে বিক্রি হচ্ছে গোটা একটি গ্রাম!

|

স্পেনের 'সালতো দে ক্যাস্ত্রো' গ্রাম। ছবি: সংগৃহীত।

বাড়ি বা গাড়ি নয়, স্পেনে বিক্রি হচ্ছে গোটা একটি গ্রাম। পর্তুগাল সীমান্তের কাছে অবস্থিত এ গ্রামে আছে বাড়ি, হোটেল, স্কুল ও চার্চও। ‘সালতো দে ক্যাস্ত্রো’ নামের এ গ্রামটিকে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন এর বর্তমান মালিক। খবর দ্য পর্তুগাল নিউজের।

পর্তুগাল সীমান্তের কাছের গ্রামটির দর হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার ইউরো বা দুই কোটি ৭৮ লাখ টাকা। রাজধানী মাদ্রিদ থেকে মাত্র ৩ ঘণ্টা গাড়ি চালালেই পৌঁছানো যায় অনিন্দ্য সুন্দর গ্রামটিতে। সেখানে রয়েছে ৪৪টি পরিত্যক্ত ঘরবাড়ি, একটি হোটেল, একটি গির্জা, একটি স্কুল, পৌরসভা অফিস ও সুইমিং পুল। সুরক্ষার জন্য রয়েছে একটি নিরাপত্তা ব্যারাকও।

গত তিন দশক ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে গ্রামটি। সবশেষ ২০০০ সালে পর্যটনের উদ্দেশ্যে জায়গাটি কিনে নেন ব্যবসায়ী রনি রদ্রিগেজ। তার স্বপ্ন ছিল, এখানে বিশাল একটি হোটেল নির্মাণ করবেন তিনি। কিন্তু ইউরোপে মন্দা, করোনা মহামারির ধাক্কায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি এই ব্যবসায়ী। রদ্রিগেজ জানান, এখন পর্যন্ত ৩০০ ব্যক্তি সম্পত্তিটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply