রায়ো ভায়োকানোর সাথে হার ও জিরোনার বিপক্ষে ড্র করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে ৫ পয়েন্ট ব্যাবধানে পিছিয়ে ছিল লা-লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ঘরের মাঠে কাদিজের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ বিরতিতে গেলো আনচেলত্তির শীর্ষরা। এই জয়ে শীর্ষেস্থানে ফেরা না হলেও বার্সার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থেকে বিরতিতে যেতে হলো ‘লস ব্লাঙ্কোস’কে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে একাদশে ফিরেছিলেন দুই ম্যাচ আগে লাল কার্ড দেখা টনি ক্রুস। কাদিজের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে রিয়াল। ৬৭ শতাংশ বলের দখল রেখে ১৮টি শট নিয়েছে লস ব্লাঙ্কসরা। বিপরীতে ১০টি শট নিতে পেরেছিল কাদিজ। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও রিয়ালকে অবশ্য এগিয়ে যেতে অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। টনি ক্রুসের দুর্দান্ত এক ক্রসে হেড দিয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার এদের মিলিতাও।
প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও একের পর আক্রমণ চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কাউন্টার অ্যাটাকে দারুণ কয়েকটি সুযোগ পেয়েছিল কাদিজ তবে, সুযোগগুলো বারবার ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কর্তোয়া। উল্টো ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এক ম্যাচ পর একাদশে ফেরা টনি ক্রুস।
যদিও, ম্যাচের ৮১ মিনিটে পেরেজের গোলে ব্যবধান কমিয়ে খেলার ফেরার আভাস দেয় কাদিজ। কিন্তু নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন আনচেলোত্তির শীর্ষরা।
এই জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২য় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা।
আরআইএম/
Leave a reply