এবারের বিশ্বকাপে মাঠে হালকা স্পর্শে গড়াগড়ি দিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। এ নিয়ে বিরক্ত খোদ নেইমার ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলি মন্তব্যও করেছেন তারা।
নেইমারের এমন গড়াগড়িতে বিশ্বকাপে কত মিনিট নষ্ট হয়েছে তা বের করেছে সুইজারল্যান্ডের রয়াল টিভি সোইসিটি (আরটিএস)। এক প্রতিবেদনে আরটিএস জানায়, রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৬০ মিনিট খেলেছেন নেইমার। এর মধ্যে ‘গড়াগড়িতে’ নষ্ট করেছেন ১৪ মিনিট। তার মানে চার ম্যাচে গড়ে সাড়ে তিন মিনিট করে নষ্ট হয়েছে।
আরটিএস আরো জানিয়েছে, কেবল ম্যাক্সিকোর সঙ্গে ম্যাচে সাড়ে ৫ মিনিট ‘প্লেএ্যাক্ট’ করে নষ্ট করেছেন ব্রাজিলের এই সুপারস্টার।
Leave a reply