মুম্বাই বিমানবন্দরে আটক করা হয়েছে শাহরুখ খানকে। সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফেরার পরই এ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে অভিনেতা। তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে দেশটির শুল্ক বিভাগ। খবর ইন্ডিয়া টাইমসের।
শনিবারই (১২ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ব্যক্তিগত বিমানে করে ভারতে ফেরেন শাহরুখ। তবে মুম্বাই বিমানবন্দরে পৌঁছেই তাকে আটক করে শুল্ক বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)।
শুল্ক বিভাগের কাছে খবর ছিল, শাহরুখের কাছে ১৮ লাখ রুপির একটি দামি ঘড়ি রয়েছে। সম্ভবত সংযুক্ত আরব আমিরাত থেকেই ঘড়িটি সদ্য কিনেছেন অভিনেতা। তবে ভারতের প্রবেশের আগে নির্ধারিত শুল্ক প্রদান করেননি তিনি। পরে অবশ্য ৬ লাখ ৮৩ হাজার টাকা দেয়ার পর ছাড়া পান ‘বাদশাহ’। জানা গেছে, শুল্ক কর্মকর্তাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শাহরুখ খান।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতে থাকা অবস্থাতেই ২০২২ ও ২০২৩ সালে আসন্ন সিনেমাগুলোর একটি লম্বা তালিকা প্রকাশ করেন শাহরুখ খান। এ বিষয় শাহরুখ বলেন, অনেকগুলো ছবির নাম একসাথে প্রকাশ করেছি। তবে ছবিগুলোর সফলতা নিয়ে আমি মোটেও ভীত বা চিন্তিত নই। আমার দৃঢ় বিশ্বাস, প্রতিটি ছবিই সুপারহিট হবে। কারণ প্রতিদিন আমি সেই স্বপ্ন নিয়েই ঘুমাতে যাই। আর সেই স্বপ্নই ৫৭ বছর বয়সেও আমাকে টানা ১৮ ঘণ্টা কাজ করার শক্তি যোগায়।
এসজেড/
Leave a reply