সিনিয়র করেসপনডেন্ট নাটোর:
নাটোরের বড়াইগ্রামে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার রাজাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুরের পূর্ব বড়বাড়ি মরিসটারী এলাকার প্রাইভেটকার চালক রহিদুল ইসলাম এবং চালকের সহকারী মুসা সরকার। তার বাড়ি লালমনিরহাট জেলার সাহেবপাড়া রেল ষ্টেশন এলাকায়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর-পাবনা মহাসড়কের ওপর রাজাপুর বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ওই মহাসড়কে পাবনাগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে বিশেষ কায়দায় আলাদা চেম্বার তৈরি করে সেখানে রাখা ১৪.২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারের চালক ও তার সহকারীকেকে আটক এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যাক্তি স্বীকার করে যে, তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
এটিএম/
Leave a reply