বিএনপি জামায়াতের চক্রান্তের জালে মানুষ আর পা দেবে না: স্বাস্থ্যমন্ত্রী

|

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

করোনাকালীন ও বন্যার সময় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায়নি। তার শুধু বড় বড় কথা বলেতে পারেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৭৪২ জনকে টিসিবির পণ্য বিতরণ ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি গ্রামীণ অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন একটা দুযোর্গ পুরো পৃথিবীতে চলছে। বাংলাদেশে এর প্রভাব পড়েছে। বিএনপি জামায়াত নেতারা দুর্যোগ লাঘব করবে কী, তারা বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। জনগণ ভালো করে জানে কারা জনগণের প্রকৃত বন্ধু । কারা দেশ স্বাধীন করেছে কারা দেশের উন্নয়ন করছে। তাই জনগণকে ধোঁকা দেয়ার সময় নেই। দেশের উন্নয়ন চলমান রাখতে আগামীতে নৌকায় ভোট দিতে হবে। বিএনপি জামায়াতের চক্রান্তের জালে মানুষ আর কোনো দিন পা দেবে না।

তিনি আরও বলেন, আমাদের দেশে ডেঙ্গু রোগ নতুন নয়, গত বছরও ডেঙ্গু ছিল। তার আগের বছরো আরও বেশি ছিল। এবছর একটু বেশি দেখা দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়াতে থাইল্যান্ড বলেন সিংঙ্গাপুর বলেন মালোয়েশিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন সব দেশে অনেক বেড়েছে । বাংলাদেশ থেকে ওই সব দেশে ডেঙ্গু রোগ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের চিকিৎসার কোনো ঘাটতি হয়নি। দুইশোর মতো ডেঙ্গু রোগী মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, একটি অ্যাম্বুলেন্স রোগীর জীবন বাঁচাতে অনেক ভূমিকা রাখে। সঠিক সময়ে রোগীকে হাসপাতালে নিয়ে গেলে রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায়। গড়পাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সাড়ে সাত লক্ষ টাকা ব্যয়ে গ্রামীণ অ্যাম্বুলেন্স একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অ্যাম্বুলন্সেটি গ্রামের সকল রাস্তা দিয়ে চলতে পারবে। এই ধরণের অ্যাম্বুলেন্সের উদ্যোগ প্রতিটি ইউনিয়নে নিলে স্বাস্থ্য সেবার মান আরও বৃদ্ধি পাবে। এই উদ্যোগ সফল হলে সারা দেশের এই ধরণের প্রকল্প গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন প্রমূখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply