বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নব-নিযুক্ত ১৮ বিচারপতি

|

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের নব-নিযুক্ত ১৮ জন বিচারপতি।

আজ শুক্রবার দুপুরে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতিগণ।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় গোপালগঞ্জ জেলা আদালতের জেলা ও দায়রা জজ মোঃ দলিল উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সুপ্রীমকোর্ট ও হাইকোর্টের নব-নিযুক্ত বিচারপতিরা হলেন- মোঃ আবু আহমেদ জমাদার, এ.এস.এম আব্দুল মোবিন, মোঃ মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মোঃ কামরুল হোসেন মোল্যা, এস.এম কুদ্দুস জামান, মোঃ আতোয়ার রহমান, বিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মোঃ রিয়াজ উদ্দিন খান, মোঃ খায়রুল আলম, এস,এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান এবং ড. কে. এম হাফিজুল আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply