খেরসনের ৬০টির বেশি অঞ্চলে পুনঃপ্রতিষ্ঠা হয়েছে ইউক্রেনের শাসন। এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার (১২ নভেম্বর) দেয়া এক ভাষণে তিনি এ ঘাষণা দেন। খেরসন ছেড়ে পালানোর সময় গুরুত্বপূর্ণ নানা অবকাঠামো ধ্বংস করে গেছে রুশ সেনারা এমন দাবিও জানান জেলেনস্কি।
তিনি বলেন, খেরসন থেকে পালানোর সময় দখলদাররা যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানি সরবরাহ লাইনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পরিস্থিতি স্থিতিশীল করতে কাজ করছে পুলিশ। বিস্ফোরক বিশেষজ্ঞরাও মাঠে আছেন। এরইমধ্যে মাইনসহ প্রায় ২ হাজার বিস্ফোরক সরানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ১১ নভেম্বর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তারা দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এ এটি প্রচারও করা হয়েছে। শহরটি থেকে সেনা সরিয়ে আনার ঘোষণার মাত্র ২ দিন পর এমন তথ্য দেয় দেশটি।
এসজেড/
Leave a reply