মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত ধরে রাখলো ক্ষমতাসীনরাই। নেভাদায় জয়ের মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলো বাইডেনের দলই। খবর সিএনএন এর।
রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্জাল্টকে হারিয়ে ক্যাথরিন কোর্তেজ ম্যাস্তোর জয়ের মধ্য দিয়ে সিনেটের ৫০টি আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাট। এখন কেবল বাকি জর্জিয়ার ফলাফল। অঙ্গরাজ্যটিতে ২য় দফায় ভোটাভুটি হবে আগামী ৬ ডিসেম্বর।
জর্জিয়ায় রিপাবলিকানরা জয় পেলেও সমান সমান হবে দুই দলের আসন। সেক্ষেত্রে বিল পাসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেবেন টাইব্রেকার ভোট। এর ফলে উচ্চকক্ষে আধিপত্য থাকবে ডেমোক্র্যাটদেরই।
এসজেড/
Leave a reply