সেনা প্রত্যাহারে আগে খেরসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে রাশিয়া: জেলেনস্কি

|

রুশ সেনারা খেরসন থেকে সেনা প্রত্যাহারে আগে সেখানকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খেরসন অঞ্চলের দখল নেয়ার পর শনিবার (১২ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। খবর আল জাজিরার।

জেলেনস্কি বলেন, দখলদাররা খেরসন থেকে পালানোর আগে এর গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে
তাপ বিদ্যুৎ, জল ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। আরও বলেন, তাদের লক্ষ্য একটাই। যতটা সম্ভব মানুষকে ভোগান্তিতে ফেলা, অপমান করা। কিন্তু বিশ্বাস করুন, আমরা সবকিছু পুনুরুদ্ধার করবো।

ফেব্রিয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পরই রাশিয়া আঞ্চলিক রাজধানীটি দখল করে। পুনুরুদ্ধারের পর শুক্রবার সেখানকার বাসিন্দারা ইউক্রেনীয় সেনাদের স্বাগত জানায়।

এদিকে ইউক্রেনের এ বিজয়কে সাধারণ বিজয় বলে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কম্বোডিয়া সফরকালে বলেছেন, এটি আমাদের জন্য একটি বড় মুহূর্ত। ইউক্রেনীয়দের অবিশ্বাস্য দৃঢ়তা, দক্ষতা এবং আমাদের মিত্রদের নিরলস এবং ঐক্যবদ্ধ সমর্থনের জন্য এ বিজয় সম্ভব হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply