ফের ক্ষমতায় এলে ২০২৯ সালের মধ্যে ‘ক্যাশলেস’ সোসাইটি গড়ে তোলা হবে: জয়

|

সজীব ওয়াজেদ জয়।

জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে, ২০২৯ সালের মধ্যে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা হবে বাংলাদেশে, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বর্তমান ডিজিটাল বাংলাদেশের প্রতিটি পদক্ষেপই বাংলাদেশিদের নিজেদের বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম ‘বিনিময়’ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জয় বলেন, বিশ্বব্যাংক এবং অন্যান্য দাতারা ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করতে চেয়েছিল। জটিলতার কারণে বাংলাদেশ সে পথে যায়নি। নগদ টাকা লেনদেনে চুরি অথবা নানা ধরনের হয়রানির ভয় থেকে যায় সেসব ক্ষেত্রে। এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে বিনিময় প্লাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারি বিভিন্ন কাজে ব্যবহৃত অ্যাপগুলোর মধ্যে ৯৫ ভাগ অ্যাপই বাংলাদেশে তৈরি বলে জানান সজীব ওয়াজেদ জয়। আগামী কয়েক বছরের মধ্যেই সকল সরকারি সেবা ডিজিটালাইজড হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply