বিএনপি যদি রাজপথে দাঁড়াতে নাই পারে, তবে সমাবেশের আগে কেন বাধা দিচ্ছেন; আওয়ামী লীগ নেতাদের অভিযোগের জবাবে এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, কই যুবলীগের সমাবেশের দিন তো পরিবহন ধর্মঘট ডাকেননি।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, বিএনপির সমাবেশে জনবন্যা দেখে সরকার ভয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই সমাবেশে আসা লোকদের ওপর হামলা করছে ছাত্রলীগ-যুবলীগ।
রিজভী বলেন, ১৪ বছর ক্ষমতায় থাকার পরও বিএনপির সমাবেশে এতো লোক দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাই জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। জিয়া বা খালেদা জিয়ার শাসনামলে কেউ গুম বা ক্রসফায়ার শব্দ শুনেনি বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, সরকার সারাদেশকে গুমের রাজ্যে পরিণত করছে। তরুণ যুবকরা ভয়ংকর আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।
/এমএন
Leave a reply