পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই সাথে তাকে ৮ মিলিয়ন পাউন্ড (৮৯ কোটি টাকা) জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার এ আদেশ ঘোষণা করে পাকিস্তানের একাউন্টিবিলিটি কোর্ট। দেশটির গণমাধ্যম জানিয়েছে, নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছরের দণ্ড দিয়েছে আদালত। তাকে জরিমানা করা হয়েছে ২ মিলিয়ন পাউন্ড। এছাড়া মরিয়মের স্বামী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফদার আওয়ানকে এক বছরের কারদণ্ড দেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে রায় ঘোষণা করা হলো। গত বছর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছিলেন নওয়াজ।
বেশ কয়েকিদন ধরে শুনানির পর শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। শুক্রবার তিনবার সময় পাল্টানোর পর স্থানীয় সময় সাড়ে তিনটায় রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় বিচারক দুই পক্ষের আইনজীবীকে চেম্বারে ডাকেন। সেখানে কোনও সংবাদমাধ্যমের প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
Leave a reply