স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে আবারও লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির বনানীয় কার্যালয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু চূড়ান্ত প্রার্থিতাপত্র হস্তান্তর করেন। মোস্তাফিজার রহমানের পক্ষে তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসীর ও সদস্য সচিব আনিছুর রহমান আনিছ প্রার্থিতাপত্র গ্রহণ করেন।
প্রার্থিতা মনোনয়নপত্র হস্তান্তর করে মুজিবুল হক চুন্নু বলেন, মোস্তফা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় পার্টির পরীক্ষিত নেতা। শুধু জাতীয় পার্টির রংপুরের নেতাকর্মীরাই নয়, আপামর জনসাধারণ তার ওপর আস্থা রাখে। আমরা আশা করছি, বিগত সময়ের চেয়ে আরও অধিক ভোটে তিনি নির্বাচিত হবেন।
নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে বলে এ সময় উল্লেখ করেন জাপা মহাসচিব। জানান, কোনো ধরনের কারচুপি কিংবা ভিন্ন পন্থা অবলম্বন করার চেষ্টা করা হলে সেটা রুখে দেয়া হবে।
জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, আশা করি, দলের সম্মান আমি রাখবো। আবারও সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ।
আগামী ২৭ ডিসেম্বর এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৮ ডিসেম্বর প্রার্থিতা চূড়ান্ত করা হবে। গত ৭ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এদিকে, মেয়র পদে প্রতিদ্বন্দিতা করতে আওয়ামী লীগের ৫ জন দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। এছাড়া স্বতন্ত্র পদে নির্বাচনের জন্য ৪ জন প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
/এমএন
Leave a reply