বোমা বিস্ফোরণে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে: এরদোগান

|

ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় অপরাধীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার (১৩ নভেম্বর) জোরালো বোমা বিস্ফোরণের পর এ কথা জানান তিনি। খবর এপির।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, প্রাথমিক তদন্তে সন্ত্রাসী হামলার ইঙ্গিত মিলেছে। তবে পুরোপুরি খতিয়ে না দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না তুর্কি নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী। বোমা বিস্ফোরণে মিলেছে এক নারীর জড়িত থাকার সম্ভাবনা। সিসিটিভির ভিডিও পর্যালোচনা চলছে। বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে প্রশাসন তৎপর রয়েছে। যেকোনো মূল্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

রোববার তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরীর ব্যস্ত এলাকা ইস্তিকলাল অ্যাভিনিউতে ঘটানো হয় বিস্ফোরণ। ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। হাসপাতালে নেয়া হলে আরও দুই জনের মৃত্যু হয়। তাছাড়া আহত-দগ্ধের সংখ্যা ৮১। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা বলছেন, বাড়তে পারে প্রাণহানি।

ইস্তাম্বুলের গভর্নর জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ ঘটে জোরালো বিস্ফোরণ। এ সময় জায়গাটিতে ছিলেন কয়েকশ মানুষ। মুহূর্তেই ছড়ায় আতঙ্ক। হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হন। এখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

তবে প্রাথমিক তদন্তে একে সন্ত্রাসী হামলা হিসেবেই আখ্যা দিচ্ছে নিরাপত্তা বাহিনী। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে জঙ্গি সংগঠন আইএস এর সহযোগী হিসেবে পরিচিত পিকেকে বহুবার হামলা চালিয়েছে তুরস্কে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply