বলকান দেশ স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নাতাশা পির্ক মুসার। রোববার (১৩ নভেম্বর) নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে বসেন তিনি।
৫৪ বছরের নাতাশা পেশায় আইনজীবী। সাংবাদিকতায় রয়েছে তার ব্যাপক আগ্রহ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামলেও, পরে মধ্য-বামপন্থী সরকার তাকে সমর্থন দেয়। নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করেন তিনি। নির্বাচন কমিশন জানায়, নাতাশাকে ৫৪ শতাংশ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। অন্যদিকে, লোগারের ভাগ্যে জুটেছে ৪৬ ভাগ সমর্থন।
বিজয় ভাষণে নাতাশা বলেন, ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা এবং গণতান্ত্রিক মতাদর্শের প্রতি রয়েছে তার পূর্ণ আস্থা। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় তিনি কাজ করবেন। সাবেক মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র পির্ক মুসার।
এসজেড/
Leave a reply