চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর হাসপাতালে কয়েকদিন ধরে বেড়েছে জ্বর, সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। হঠাৎ করে চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই এ সময় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
আড়াইশ শয্যার চাঁদপুর সদর হাসপাতালে প্রতিদিন কমপক্ষে ভর্তি হচ্ছে ৪০ জন। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো ঠান্ডাজনিত রোগে ভুগছে তারা।
৪২ শয্যার শিশু ওয়ার্ডে এখন তিন গুণ রোগী ভর্তি। স্থান সংকুলান না হওয়ায় ভর্তি হওয়া অনেক রোগীর জায়গা হয়েছে হাসপাতালের বারান্দা আর মেঝেতে। সেবা দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা। তাই বাড়ানো হয়েছে লোকবল।
চাঁদপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুল আজিজ মিয়া বলেন, বাচ্চার যদি একটু কাশি হয়, তবে হালকা গরম পানিতে লেবু-মধু মিশিয়ে খাওয়াতে হবে। দিনে ৩-৪ বার খাওয়ালে কাশি কমে যাবে।
তিনি আরও বলেন, কোনো বিপদজনক চিহ্ন দেখা যায় কিনা খেয়াল রাখতে হবে। যেমন, বুক দেবে যাওয়া, দ্রুত নিঃশ্বাস নেয়া; এমন কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
এটিএম/
Leave a reply