ইস্তাম্বুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮, আহত ৮১

|

ছবি: সংগৃহীত।

তুরস্কের গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৮ জন এবং আহত হয়েছেন অন্তত ৮১ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু। খবর আল জাজিরার।

সোমবার (১৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন সুলেমান সোয়লু। বলেন, এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তিই ইস্তাম্বুলের ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তার কারণেই এতোগুলোর মানুষের প্রাণ বিপন্ন হয়েছে।

এর আগে রোববার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিন্যু এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এ হামলার পেছনে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাত আছে উল্লেখ করে সুলেমান সোয়লু বলেন, আমরা জানতে পেরেছি, ভয়াবহ এ জঙ্গি হামলার নির্দেশ এসেছিল উত্তর সিরিয়ার ইন আল-আরব থেকে। সেখানে দলটির মূল কার্যালয় রয়েছে। এ সময় হুঁশিয়ারি দিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই জঘন্য জঙ্গি হামলার পেছনে যারা আছে তাদেরকে যথাযথ জবাব দেবো আমরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply