তুরস্কে বোমা হামলার ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির প্রশাসন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই বোমাটি ইস্তিকলাল অ্যাভিনিউতে রেখে গিয়েছিল। খবর ফ্রান্স টুয়েন্টি ফোরের।
সোমবার (১৪ নভেম্বর) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, রোববার মধ্য ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউয়ের একটি ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণে ৬ জন নিহত এবং ৮১ জন আহত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার কথা বলেন।
এটিএম/
Leave a reply