বিশ্বকাপ খেলতে দলের সাথে যোগ দিলেন মেসি

|

কাতার বিশ্বকাপ খেলতে এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আর্জেন্টিনা ফুটবল দল। ক্লাব ফুটবল শেষ না হওয়ায় দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি আর্জেন্টাইন দলের প্রানভোমরা লিওনেল মেসি।

তবে, অসেসের বিপক্ষে ম্যাচ শেষ করেই দলের সাথে যোগ দিতে রোববার রাতেই বিমান ধরেন মেসি।

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকা দলটির লক্ষ্য বিশ্ব সেরার খেতাব জেতা। দলের সেরা খেলোয়াড় মেসিও মনে করেন তাদের বর্তমান দলটা অপ্রতিরোধ্য। যেকোনো দলের বিপক্ষে খেলতে প্রস্তুত আলবেসিলেস্তারা। আর সেই বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বর্তমানে দলের সাথে যোগ দিলেন এই ফুটবল যাদুকর।

আর্জেন্টিনার জার্সিতে ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ১৪ বছর পর আকাশি-সাদা জার্সিতে শিরোপার স্বাদ নেন এই ফুটবলার। নিজের শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে কাতার বিশ্বকাপ জিততে চান মেসি।

সৌদি আরবের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে মেসির আর্জেন্টিনা। সি- গ্রুপের বাকি দুই দল পোল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষেও লড়বে আলবেসিলেস্তারা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply