৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

|

ছবি : সংগৃহীত

জাপানে আঘাত হেনেছে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে রাজধানী টোকিও এবং অন্যান্য শহরগুলো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এনডিটিভির।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫.৯ মিনিটে মিয়ে নামক স্থানে ভূপৃষ্ঠের ৩৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এ কম্পনে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয় রাজধানী টোকিও থেকে ১৩৭ কিলোমিটার উত্তরে অবস্থিত ফুকুশিমা ও ইবার্কিতে। এ দুটি অঞ্চল ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রসঙ্গত, যখন ভূকম্পনটি আঘাত হানে তখন বুলেট ট্রেন এবং টোকিওর মেট্রো সেবা বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব সেবা আবার স্বাভাবিক হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply