জাতিসংঘে রুশ বিরোধী প্রস্তাব: ইউক্রেনে আগ্রাসনে ক্ষতিপূরণ দাবি

|

ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে সোমবার (১৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপিত হয়। খবর রয়টার্সের।

১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ৯৪টি দেশ প্রস্তাবে সমর্থন দেয়। রাশিয়া, চীন, ইরানসহ ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। উপস্থিত সদস্যদের মধ্যে ভোটদানে বিরত ছিল ভারত, ব্রাজিলসহ ৭৩ দেশ।

প্রস্তাবে বলা হয়, আন্তর্জাতিক নীতি বিরোধী কাজের জন্য জবাবদিহিতা করতে হবে রাশিয়াকে। ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হবে। রাশিয়ার বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ ও সংরক্ষণে ইউক্রেনের সহযোগী হওয়ার কথাও বলা হয়।

ভোটাভুটির আগে জাতিসংঘে ইউক্রেনের প্রতিনিধি দাবি করেন, কারখানা থেকে আবাসিক ভবন, হাসপাতাল সবকিছুই হয়েছে রুশ টার্গেটের শিকার। জাতিসংঘে এ ধরনের প্রস্তাবকে অযৌক্তিক বলে আখ্যা দেন রুশ প্রতিনিধি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply