তুরস্কে মার্কিন-রুশ গোয়েন্দা প্রধানের বৈঠক

|

মুখোমুখি বসলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গোয়েন্দা প্রধান। সোমবার (১৪ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় হয় এ বিশেষ বৈঠক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এক মুখপাত্র নিশ্চিত করেন। খবর নিউইয়র্ক টাইমসের।

সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের সাথে সাক্ষাৎ হয় রাশিয়ান ফরেইন ইন্টেলিজেন্স সার্ভিস প্রধান সের্গেই নারিশকিনের। যুক্তরাষ্ট্রের উদ্যোগে এ আলোচনা বলে জানিয়েছে ক্রেমলিন।

মস্কোর পরমাণু ঝুঁকি ও রাশিয়ায় বন্দি মার্কিনীদের মুক্তির বিষয়ে আলোচনা করেন দুই দেশের গোয়েন্দা প্রধান। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ওয়াশিংটন-মস্কোর এটাই সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। তবে চলমান যুদ্ধ ইস্যুতে হয়নি কোনো আলোচনা। ইউক্রেনকে ছাড়া ওই দেশের সংকট নিয়ে আলোচনায় বিশ্বাসী নয় যুক্তরাষ্ট্র, এমন দাবি হোয়াইট হাউসের। গত আগস্টে মাদক চোরাকারবারের দায়ে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে নয় বছরের কারাদণ্ড দেয় মস্কোর আদালত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply