দু’মাসে ৭ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ভুল তথ্য প্রচার কমাতে এ ব্যবস্থা নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
গড়ে প্রতিদিনই ১০ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে টুইটার। মে এবং জুনের পর জুলাইতেও সে ধারা অব্যাহত রাখছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যম।
টুইটারের নিয়মিত মাসিক ব্যবহারকারীর সংখ্যা যেখানে ৩৩ কোটি ৬০ লাখ, সেখানে ৭ কোটি অ্যাকাউন্ট বন্ধের ঘটনায় অবাক হয়েছেন অনেকেই। যদিও প্রকৃত ব্যবহারকারীর সংখ্যায় এর কোনো প্রভাব পড়বেনা বলেই ভাবছেন সংশ্লিষ্টরা। বরং দ্বিতীয় প্রান্তিকে ব্যবহারকারীর সংখ্যা ৩ শতাংশ বাড়বে বলে ধারণা তাদের।
অ্যাকাউন্ট পর্যবেক্ষণ,পাশাপাশি নিয়মিত আপডেট দেয়ার পরেও ভুয়া তথ্য প্রচার বন্ধ করতে পারছেনা সামাজিক যোগাযোগের সাইটগুলো। তাই যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারীদেরও নজরদারিতে রয়েছে টুইটার ও ফেসবুকের মত প্রতিষ্ঠানগুলো।
Leave a reply