নরসিংদীতে নদী ও পরিবেশ দূষণের অভিযোগে ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

|

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার ভগিরথপুরে নদী ও পরিবেশ দূষণের অভিযোগ ও ইটিপি সচল না রাখায় এমএমকে ডাইং প্রিন্টিং ফিনিশিং এন্ড ক্যালেন্ডারিং ইন্ড্রাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে সিনিয়র সহকারি কমিশনার রিনাত ফৌজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় সেখানে পরিবেশ অধিদফতরের পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অভিযানের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র সহকারি কমিশনার রিনাত ফৌজিয়া বলেন, নরসিংদী জেলায় অনেকগুলো ডাইং ও ব্যাটারি ফ্যাক্টরি আছে। পরিবেশ সংরক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়তই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পানি পরিশোধনের জন্য পানিতে প্যারামিটার থাকার কথা সেটা নেই। কেমিকেলগুলোও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না । ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply