পোল্যান্ডে মিসাইল বিস্ফোরণ: রাশিয়ার দিকে অভিযোগের তীর, তদন্তের ঘোষণা ন্যাটোর

|

ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে মিসাইলের আঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২ জন। প্রশাসনের তরফ থেকে নিশ্চিতভাবে না জানানো হলেও দেশটির গণমাধ্যমের দাবি, এটি রাশিয়ার চালানো হামলা। খবর এপির।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা জানান, মঙ্গলবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা নাগাদ প্রেজিদো গ্রামে বিস্ফোরিত হয় একটি মিসাইল। ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জন। দিনভর সীমান্তের কাছে হামলা-পাল্টা হামলা চলছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে কোনো মিসাইল এসে পরতে পারে সীমান্তে। পূর্ণাঙ্গ তদন্তের পরই কারা হামলা চালিয়েছে তা বোঝা যাবে বলে জানান তিনি। তবে, মিসাইলটি রাশিয়ার বানানো, এমনটা নিশ্চিত করেন তিনি।

এরইমধ্যে, সদস্য রাষ্ট্রের ওপর সম্ভাব্য হামলার বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে সামরিক জোট ন্যাটো। তবে, পোলিশ সীমান্তে হামলার অভিযোগ সাফ অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, উসকানিমূলক এসব তথ্যে বাড়বে আঞ্চলিক উত্তেজনা। অন্যদিকে, ইউক্রেনের দাবি, ষড়যন্ত্র তত্ত্বের আশ্রয় নিচ্ছে রাশিয়া। কৌশলে কিয়েভের কাঁধে দিতে চায় হামলার দায়।

আন্দ্রে দুদা বলেন, দিনভর অঞ্চলটিতে রকেট ও মিসাইল ছুঁড়ছিল রাশিয়া। সেগুলোরই কোনোটি সীমান্তে আঘাত হেনেছে, এমন প্রমাণ নেই। তদন্ত চলছে, শিগগিরই উদঘাটিত হবে সত্য। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এটি রাশিয়ার নির্মিত ক্ষেপণাস্ত্র। তাই, সতর্কভাবে ঘটনাটি খতিয়ে দেখছে পোলিশ সরকার। সবাইকে বলবো, শান্ত থাকুন। সামরিক জোট ন্যাটো, মিত্র দেশগুলো আমাদের পাশে রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply