ফিলিস্তিনির হামলায় নিহত ৩ ইসরায়েলি সেনা; পাল্টা আক্রমণে যুবককেও হত্যা

|

দখলকৃত পশ্চিমতীরে হামলা চালিয়ে ৩ ইসরায়েলিকে হত্যা করলেন এক ফিলিস্তিনি। পাল্টা গুলিতে ঝাঝড়া হয়ে যান ওই যুবক। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) এই গোলাগুলিতে আরও তিন ইহুদি গুরুতর আহত হন। খবর এপির।

এরিয়েল এলাকার সেনাচৌকিতে গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ফিলিস্তিনি যুবক। এলোপাতাড়ি চাপা দেয় সেনাদের। মুহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় অঞ্চলটি। সেনাদের ছোড়া গুলিতে প্রাণ হারান ১৮ বছরের মোহাম্মদ সউফ।

জানা গেছে, হারেস এলাকায় তার বসবাস। এদিকে, গুরুতর আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে, একাধিক মানুষ জড়িত থাকতে পারে এই আশঙ্কায় তল্লাশি চলছে।

ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ থেকে ফিলিস্তিনি যুবক এ হামলা চালিয়েছে। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। চলতি বছর, ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ২০০ এর কাছাকাছি ফিলিস্তিনির।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply