রাজধানীতে চলছে নবান্ন উৎসব

|

শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় নবান্ন উৎসব-১৪২৯। সকাল-বিকেল দুই পর্বে বিভক্ত ‘নবান্ন উৎসব’। আয়োজনে ব্যবহার করা হচ্ছে গ্রামীণ নানা অনুষঙ্গ। তুলে ধরা হচ্ছে গান, নৃত্য ও কবিতার ভাষায় ফসলকেন্দ্রিক জীবনযাত্রা।

বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় শুরু হয় এ উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে রাজধানীতে ঘটা করে উদযাপন করা হচ্ছে নবান্ন উৎসব। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্যাম্পাসে আয়োজন করা হতো এই উৎসব।

সংস্কৃতিকর্মীদের পাশাপাশি সাধারণ অনেকেই জড়ো হয়েছেন শিল্পকলায়। নেচে গেয়ে লোকায়ত জীবন ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তারা। নানা পরিবেশনা ছাড়াও উৎসবে আগতদের জন্য আছে খই, মুড়ি, পিঠাপুলির ব্যবস্থা। ঝলমলে রোদ ছড়িয়ে পড়ার সাথে সাথে উৎসবে শহুরে মানুষের জটলায় জমজমাট হয়ে উঠেছে। শিল্পীদের কণ্ঠে কখনও একক, কখনো দলীয় গান। কখনও আবার গানের সঙ্গে সমবেত নৃত্য। মাঝে কিছুটা বিরতি। বিকেল পাঁচটায় শুরু হবে নবান্ন উৎসবের দ্বিতীয় পর্ব।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply