তুরস্ক চায় বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত হোক: তুর্কি রাষ্ট্রদূত

|

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। ফাইল ছবি।

নির্বাচন যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত দেখতে চায় তুরস্ক, এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

বুধবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তুর্কি রাষ্ট্রদূত আশা করেন, আগামী জাতীয় নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে নির্বাচন কমিশন।

মুস্তাফা ওসমান তুরান বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিরোধী দলগুলোর অংশগ্রহণও জরুরি। প্রয়োজনে সংলাপের মাধ্যমে সকল সংকট সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি। আরও বলেন, দুঃখজনক হচ্ছে, সব দলের অংশগ্রহণে যে সংলাপ দরকার তা দেখা যাচ্ছে না। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি-আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তুরস্কের রাষ্ট্রদূত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply