বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য

|

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। বুধবার (১৬ নভেম্বর) নতুন করে তলিয়েছে বেশ কয়েকটি শহর-লোকালয়। খবর রয়টার্সের।

বাঁধ ভেঙে যাওয়ায় অস্বাভাবিক দ্রুততায় বাড়ছে পানি। ডুবে আছে রাস্তাঘাট। বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। টানা বৃষ্টিতে চলতি বছরের চতুর্থবারের মতো বন্যার কবলে জনবহুল অঞ্চলটি। রাজ্যের ফোর্বস শহরে ৭০ বছরের মধ্যে পানির উচ্চতা পৌঁছেছে সর্বোচ্চে।

গতকাল মঙ্গলবার রাতে ৬০ বছর বয়সী একজনের মরদেহ পেয়েছে জরুরি বিভাগ। জীবিত উদ্ধার হয়েছেন ১৪ জন। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। সিডনি থেকে ৫ ঘণ্টার দূরত্বে ইউগোরা শহরেও বেড়ে চলেছে পানি। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ১৪টি বিমান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply