ইনজুরিতে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন এনকুনকু

|

ছবি: সংগৃহীত

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না ফ্রান্স ফুটবল দলের। ডিফেন্ডার কিম্পেম্বের পর দল থেকে ছিটকে গেলেন অন্যতম সেরা স্ট্রাইকার এনকুনকু। অনুশীলনে হাঁটুতে চোট পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন ভ্রষ্ট হেয়ে গেলো এ ফরাসি স্ট্রাইকারের।

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। এরই মধ্যে এনকুনকুর চোট নিশ্চিতভাবে প্রভাব ফেলবে ফ্রান্স ফুটবল দলে। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) অনুশীলনে এনকুনকুর হাঁটুতে আঘাত লাগে। এরপরই খুঁড়িয়ে মাঠ ত্যাগ করেন তিনি। কিছুক্ষণ পরই ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করে জানান, মেডিকেল রিপোর্টে এনকুনকুর বাম হাঁটু মচকে যাওয়ার তথ্য উঠে আসে। তিনি কাতার বিশ্বকাপে খেলতে পারবেন না।

এনকুনকুর আগে ইনজুরির কারণে ফ্রান্স বিশ্বকাপ দল থেকে ছিটকে যান পল পগবা, নগোলো কান্তে ও কিম্পেম্বের মতো খেলোয়াড়েরা।

এনকুনকুর ইনজুরিতে শেষ মুহূর্তে ফ্রান্স দলে অন্তর্ভুক্তি করা হয়েছে রান্ডাল কোলো মুয়ানিকে। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের হয়ে চলতি মৌসুমে ৮ গোল করেছেন মুয়ানি। ২৬ সদস্যের পূর্ণ স্কোয়াড নিয়ে বুধবার কাতারে রওনা হবেন দিদিয়ের দেশামের শীর্ষরা।

২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ ডি-তে ফরাসিদের বাকি দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply