যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় সচল করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বুধবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়। খবর এএফপির।
এর আগে মাত্র ১ দিন আগে রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ স্থাপনকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। হামলায় প্রায় ১ কোটি ইউক্রেন বাসিন্দা বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে।
বুধবার নতুন হামলার শঙ্কায় পুরো দেশজুড়ে বাজানো হয় সতর্কতা সাইরেন। তবে রাজধানী কিয়েভে কিছুক্ষণ পর তা বন্ধ করে দেয়া হয়। এদিন হামলার পর প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, আমাদের প্রকৌশলী এবং উদ্ধারকর্মীরা সারা রাত ধরে কাজ করেছেন এবং বেশিরভাগ গ্রাহকেরা পুনরায় বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।
জেলেনস্কির কার্যালয়ের ডেপুটি হেড কিরিলো টিমোশেঙ্কো বলেন, কেন্দ্রীয় ইউক্রেনসহ মোট ৮টি অঞ্চলে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
এটিএম/
Leave a reply