৪ বিদেশি বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

|

ছবি: সংগৃহীত

চার বিদেশি বন্দিকে মুক্তি দিলো মিয়ানমারের সেনা সরকার। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতীয় দিবস উপলক্ষে ছিল এই সাধারণ ক্ষমা। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়, এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার অধ্যাপক শন টার্নেল, জাপানের এক চলচ্চিত্র পরিচালক তরু কুবোতা এবং সাবেক ব্রিটিশ কূটনীতিক ভিকি ব্যোমেন। তাদের সাথে মুক্তি দেয়া হয়েছে এক মার্কিন নাগরিককেও। কিন্তু তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী সু চির অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন টার্নেল। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর হোটেল থেকে আটক করা হয় তাকে। রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস এবং অভিবাসন নীতিমালা ভঙ্গের দায়ে সেপ্টেম্বরেই তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। অন্যান্যদের বিরুদ্ধেও মিয়ানমারের নীতিভঙ্গের দায়ে এক থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছিলেন মিয়ানমারের সামরিক আদালত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply