ইরান লিবিয়া কিংবা সিরিয়া নয়: তেহরান

|

ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্ররা ইসলামি প্রজাতন্ত্র ইরানে গৃহযুদ্ধের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবুল্লাহিয়ান। তিনি বলেন, ইরান লিবিয়া কিংবা সিরিয়া নয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক টুইটার পোস্টে তিনি এ কথা বলেন। খবর এএফপির।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির বলেন, ইসরায়েল এবং পশ্চিমারা ইরানে গৃহযুদ্ধ শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্নের ষড়যন্ত্র করেছিলো। বলেন, তাদের জানা উচিত, ইরান লিবিয়া কিংবা সিরিয়া নয়। আমাদের দেশের জনগণ তাদের মেধা দিয়ে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

এর আগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, চলমান বিক্ষোভে মোটরবাইকে বন্দুকধারীদের দুটি পৃথক হামলায় একজন নারী, দুই শিশু এবং একজন পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে দেশটির রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি বলেছেন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইসরায়েল, সৌদি আরব এবং তাদের মিত্ররা ঈশ্বর, নবী এবং শহীদদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply