ফিলিস্তিনি তরুণের ছুরিকাঘাতে মৃত্যু ৩ ইসরায়েলির, পুলিশের গুলিতে নিহত হামলাকারীও

|

ছবি: সংগৃহীত।

গাজার দখলকৃত পশ্চিম তীরে ১৮ বছর বয়সী এক তরুণের ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিন ইসরায়েলি সেটেলার। এ ঘটনায় দখলদার বাহিনীর গুলিতে মারা গেছেন সেই তরুণও। এ হামলার পরই ওই তরুণকে সাহসী ‘হিরো’র তকমা দিয়েছে ফিলিস্তিনিরা। খবর ইয়নের।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পশ্চিম তীরের দখলকৃত এরিয়েল অঞ্চলের শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ছুরি নিয়ে ওই তরুণ হামলা চালায় বেশ কয়েকজন ইসরায়েলির ওপর। তার ছুরিকাঘাতে নিহত হন তিনজন। তবে সাথে সাথেই ইসরায়েলি পুলিশের গুলিতে প্রাণ হারান ওই তরুণ। তার পরিচয় জানা যায়নি।

এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, গত মার্চ মাস থেকে চলমান হামলার মধ্যে এটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী আক্রমণ। তবে সকল ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী শক্ত অবস্থানে থাকবে বলেও জানানো হয় এই বিবৃতিতে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply