মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন, জরিপে এগিয়ে পাকাতান হারাপান ও বারিসান ন্যাশনাল জোট

|

একদিন পরই জাতীয় নির্বাচন মালয়েশিয়ায়। প্রচার-প্রচারণায় চতুর্মুখী লড়াই হলেও জরিপ বলছে, এগিয়ে আছেন পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। তার মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বারিসান ন্যাশনাল জোট নেতা জাহিদ হামিদি। তবে জরিপে পিছিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। খবর এপির।

১৫তম জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুত মালয়েশিয়া। শেষ হয়েছে প্রচার-প্রচারণা। দেশটির রাজনৈতিক অঙ্গণে সাজ সাজ রব। দেশ চালোনার ক্ষমতা পেতে মরিয়া শীর্ষ সব দল। আগামী ১৯ নভেম্বর পার্লামেন্টের ২২২ আসনে ভোট দেবেন মালয়েশিয়ার ২ কোটি ১১ লাখ ভোটার।

তবে বেশ জটিল সমীকরণের দিকে এগোচ্ছে মালয়েশিয়ার এবারের নির্বাচন। গেলবারের নির্বাচনে যেখানে অনেকটাই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেখানে এবার স্পষ্ট চতুর্মুখী লড়াই। জরিপে এগিয়ে সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান। তার মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে বারিসান ন্যাশনাল জোট নেতা জাহিদ হামিদিকে। তবে আলোচিত নেতা মাহাথির মোহাম্মদের গেরাকান তানাহ এয়ারের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। অন্যদিকে, পেরিকাটান ন্যাশনালের মহিউদ্দিন ইয়াসিনকে মনে করা হচ্ছে ডার্ক হর্স। এতোটা তুমুল লড়াইয়ের মধ্যে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক জেমস চিন বলেন, জরিপ বলছে, আসন্ন নির্বাচনে কোনো দলই এককভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। জাহিদ হামিদির জোট বেশ শক্ত অবস্থানে রয়েছে। কিন্তু এ নেতার বিরুদ্ধে অন্তত হাফ ডজন দুর্নীতির মামলা রয়েছে। এদিকে, পাকাতান হারাপান ও পেরিকাটান ন্যাশনালের অবস্থানও বেশ ভালো।

জরিপের ফল যাই হোক না কেন, আলোচনা চলছে আনোয়ার ইব্রাহিম এবং মাহাথির মোহাম্মদকে নিয়েই। দুই দশকের বেশি সময় দেশ শাসন করা ৯৭ বছর বয়সী মাহাথির জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। প্রচারণায় সরব আনোয়ার ইব্রাহিমও।

বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, জনগণের কাছে আহ্বান জানাই সেরা সুযোগটা দেয়া হোক। যাতে আগামী নির্বাচনে আমাদের জোট সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়।

আগামী বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতায় পার্লামেন্ট ভেঙে দেয় ইসমাইল সাবরি ইয়াকুব সরকার। ফলে সংবিধান অনুযায়ী পার্লামেন্ট বিলুপ্তির ৬০ দিনের মধ্যে হচ্ছে ভোট।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply