কিয়েভে রুশ হামলায় নিহত ৭, বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ কোটি মানুষ

|

ইউক্রেনের ১ কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় রুশ মিসাইল হামলার কারণে দেশের বেশিরভাগ অংশ অন্ধকারে। খবর রয়টার্সের।

রাত্রিকালীন বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। জানান, মিসাইলের আঘাতে জাপোরিঝিয়া এলাকায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে প্রাণহানি। আহত শিশুসহ কমপক্ষে ২৩ জন।

প্রেসিডেন্ট আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে চিহ্নিত করে ঘটানো হয়েছে বিস্ফোরণ। সে কারণেই অন্ধকারে দুই-তৃতীয়াংশ এলাকা। শিগগিরই সংযোগ ফেরাতে কাজ করছে প্রশাসন, এমনটাও জানিয়েছেন জেলেনস্কি। তাছাড়া গ্যাস উত্তোলন কেন্দ্র এবং নিপ্রোর একটি মিসাইল নির্মাণ কারখানাও ছিলো লক্ষ্যবস্তু। প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার ছোড়া ৬টি ক্রুজ মিসাইল এবং পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে সেনাবাহিনী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply