যুদ্ধ বিমান নিয়ে গার্ড অব অনার দেয়া হলো লেভানদোভস্কিদের

|

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার কমতি থাকে না অংশগ্রহণকারী দেশগুলোর। নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নিজ দলকে শুভ কামনা জনান ফুটবলপ্রেমীরা। অনেক ক্ষেত্রে আয়োজনের মাত্রা শোভা পায় খবরের শিরোনামে।

এবার অভিনব কায়দায় আলোচনায় এসেছে পোল্যান্ডের বিমান বাহিনী। পোলিশ খেলোয়াড়রা কাতার যাওয়ার আগে দেশটির বিমান বাহিনী তাদের সম্মান সূচক গার্ড অব অনার দেয়। যেখানে ব্যবহার করা হয় দেশটির দুইটি এফ-সিক্সটিন যুদ্ধ বিমান।

কাতারের উদ্দেশে যাত্রা করার সাথে সাথে লেভানদোভস্কিদের বিমানের পাশ দিয়ে উড়তে থাকে পোল্যান্ড বিমান বাহিনীর যুদ্ধবিমান দুইটি। দেশটির আকাশসীমা পর্যন্ত এগিয়ে দিয়ে বিশেষ এই সম্মাননা জানানো হয়।

বিমানে বসে এমন দৃশ্য উপভোগ করতে থাকেন পোলিশ ফুটবলাররা। এফ-সিক্সটিন যুদ্ধবিমানের গায়ে শোভা পায় পোল্যান্ড জাতীয় দলের স্লোগান। যেখানে লেখা ছিল ‘আমরা ফুটবলের মাধ্যমে যুক্ত’।

২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করবে পোল্যান্ড। সি গ্রুপে পোলিশদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব ও আর্জেন্টিনা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply