মালয়েশিয়ায় চলছে ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ

|

মালয়েশিয়ায় চলছে ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাভুটি চলবে।

পার্লামেন্টের ২২২ আসনের প্রতিনিধি বাছাই করবেন ভোটাররা। চলমান নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন দুই কোটি ১১ লাখ মানুষ। সবশেষ জনমত জরিপ অনুসারে, মালয়েশিয়ার ক্ষমতায় ফিরতে পারে পাকাতান হারাপান জোট। আবারও প্রধানমন্ত্রী পদে আলোচিত নেতা আনোয়ার ইব্রাহিমকে দেখতে চান মানুষ। অবশ্য তার শক্ত প্রতিপক্ষ বারিসান ন্যাশনাল জোটের নেতা জাহিদ হামিদি। জরিপে পিছিয়ে আধুনিক মালয়েশিয়ার রূপকার ৯৭ বছরের মাহাথির মোহাম্মদ।

২০২৩ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতায় পার্লামেন্ট ভেঙে দেন সরকার। সংবিধান অনুসারে ৬০ দিনের মাথায় হচ্ছে ভোট।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply