ব্রাজিল-আর্জেন্টিনা না, তারা সবাই কাতারের সমর্থক

|

চাঁদপুর প্রতিনিধি:

ফুটবল বিশ্বকাপের আর মাত্র ১ দিন বাকি। পুরো বিশ্বেই লেগেছে বিশ্বকাপের আমেজ। বাংলাদেশের মানূষেরাও প্রতি চারবছর পর পর মাতেন ফুটবল উন্মাদনায়। দেশের বিভিন্ন প্রান্তে সমর্থকদের মধ্যে কথার লড়াই চলছেই।

এরই অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিরে প্রায় ৫০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে কাতার সমর্থকরা।

শনিবার (১৯ নভেম্বর) চাঁদপুরের চিতৌশী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামের কাতার প্রবাসীদের উদ্যোগে এই আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, উঘারিয়া গ্রামের অধিকাংশ পরিবার থেকেই দুয়েকজন সদস্য কাতার প্রবাসী। যাদের পাঠানো রেমিট্যান্সের অর্থে চলে সংসার। ফলে দেশটিকে ধন্যবাদ ও শুভকামনা জানাতে এই আয়োজন। প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় বিভিন্ন বয়য়ী মানুষ ব্রাজিল-আর্জেন্টিনা ছেড়ে এ বছর কাতারের সমর্থন করছেন বলেও জানান তারা।

আলোচনা সভায় সমর্থকরা বলেন, কাতার অন্যতম বন্ধু রাষ্ট্র। তারা আমাদের বহু প্রবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা কাতারকে ভালোবাসি। কাতারের এবারের বিশ্বকাপে আমরা তাদের জন্য শুভকামনা জানাই। এসময় ভবিষ্যতে বাংলাদেশ-কাতার সুসম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, এবারের ২২তম ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। মরুভূমির দেশটির ৮ ভেন্যুতে ম্যাচ। ২০ নভেম্বর পর্দা উঠছে কাতার বিশ্বকাপের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply