নেত্রকোণায় শত্রুতার জেরে জলমহালে বিষ, কোটি টাকার ক্ষয়ক্ষতি

|

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার মোহনগঞ্জে জলমহালে প্রায়ই ঘটছে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা। এতে মারা যাচ্ছে জলজ প্রাণিও। জলমহালের বিরোধকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে বলে অভিযোগ ইজারাদারদের।

জানা গেছে, মোহনগঞ্জ হাওরাঞ্চলের দিঘাবিল-নৌকাভাঙ্গা নদীতে সম্প্রতি বিষ প্রয়োগ করে অজ্ঞাতরা। এতে প্রায় কোটি টাকার জলজ সম্পদের ক্ষয়ক্ষতি হয়। কয়েকদিন কেটে গেলেও বিষক্রিয়া এখনো কাটেনি। প্রতিদিনই ভেসে উঠছে মরা মাছ। এমন পরিস্থিতিতে শঙ্কিত মৎস্যচাষীরা।

দিঘাবিল-নৌকাভাঙ্গা নদীর ইজারাদার নিখিল চন্দ্র দাস, এই জলমহাল আমরা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করি। কিন্তু বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নষ্ট করে দিয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষ প্রয়োগ করে মাছ নিধন করার ঘটনা শুনেছি। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

উল্লেখ্য, ব্যক্তি বিরোধের জেরে প্রতি বছরই নেত্রকোণার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী হাওরে বিষ প্রয়োগে নষ্ট করা হয় মাছসহ জলজ সম্পদ। এ নিয়ে অভিযোগ উঠলেও আইনানুগ ব্যবস্থা নেয়া হয় না কোনবারই।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply