জাপানে ভয়াবহ বন্যায় নিহত ৬২

|

জাপানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬২ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, অন্তত ৪৪ জন এখনো নিখোঁজ রয়েছে।

এরই মাঝে বন্যাদুর্গত এলাকাগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে ১৫ লাখ মানুষকে। আরও ৩০ লাখ বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

জাতীয় আবহাওয়া অফিস থেকে দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি সর্তকবার্তা। বলা হচ্ছে, গেলো এক দশকের মধ্যে সবচেয়ে বাজে আবহাওয়া দেখতে যাচ্ছে জাপান।

আগামী সপ্তাহ পর্যন্ত ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের পূর্বাভাস রয়েছে। এছাড়া নদ-নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে বইবে এমন সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া অফিস।

প্রধানমন্ত্রী শিনজো আবে এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্গতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply